Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত যেকোন অভিযোগ জানাতে যেকোন সময় (২৪/৭) কল করুন "১৬৮৯৯"  নাম্বারে।

একটি বিশেষ ঘোষণাঃ সরকারি নির্বাহি আদেশ অনুযায়ী আগামি ১৭ ও ২৪ শে মে (শনিবার) ২০২৫ ইং তারিখ মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি  এর সকল কার্যক্রম চলমান থাকবে। এই দিন এ আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। যেসকল সম্মানিত গ্রাহকদের বিল পরিশোধের শেষ তারিখ ২৪/০৫/২০২৫, তারা ঐদিনেই বিদ্যুৎ বিল পরিশোধ করুন। অন্যথায় আপনাকে বিলম্ব ফি পরিশোধ করতে হবে।   

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


ভিশন ও মিশন

 

ভিশনঃ  ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের সকল

         নাগরিকের জন্য যৌক্তিকমূল্যে মানসম্মত নির্ভরযোগ্য বিদ্যুতের নিরবচ্ছিন্ন  সরবরাহ নিশ্চিতকরণ।

 

মিশনঃ 

            ১. বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, ও বিতরণ ব্যবস্থা উন্নয়ন

            ২. কোম্পানীসমূহের আর্থিক সক্ষমতা বৃদ্ধি

            ৩. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা

            ৪. আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল পদ্ধতির প্রবর্তন

            ৫. মানব সম্পদ উন্নয়ন

            ৬. গ্রাহক সেবা নিশ্চিত করা

            ৭. সিস্টেম লস কমিয়ে আনা