Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত যেকোন অভিযোগ জানাতে যেকোন সময় (২৪/৭) কল করুন "১৬৮৯৯"  নাম্বারে।

একটি বিশেষ ঘোষণাঃ সরকারি নির্বাহি আদেশ অনুযায়ী আগামি ১৭ ও ২৪ শে মে (শনিবার) ২০২৫ ইং তারিখ মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি  এর সকল কার্যক্রম চলমান থাকবে। এই দিন এ আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। যেসকল সম্মানিত গ্রাহকদের বিল পরিশোধের শেষ তারিখ ২৪/০৫/২০২৫, তারা ঐদিনেই বিদ্যুৎ বিল পরিশোধ করুন। অন্যথায় আপনাকে বিলম্ব ফি পরিশোধ করতে হবে।   

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


জেনারেল ম্যানেজারের বানী


“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

সম্মানিত সভাপতি, পরিচালক মন্ডলী, মহিলা পরিচালকবৃন্দ, গ্রাহক সদস্যবৃন্দ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ব্যবস্থাপনার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

বিদ্যুৎ শক্তি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তথা সভ্যতার উন্নয়নে অন্যতম সহাযক শক্তি এই বাস্তবতার নিরীখে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থ -সামাজিক অবস্থার উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১৯৮৫ইং সনের ১২ ডিসেম্বর পদযাত্রা শুরু করেছিল।খাদ্য উৎপাদন, গ্রামীন শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বেকারত্ব দূরীকরণ তথা সামগ্রিক জীবন যাত্রার মানোন্নয়নের বিষয় বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে সমিতি লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। সমিতি জানুয়ারি’২০১৯ইং পর্যন্ত ৪৮৩৮ কিঃ মিঃ লাইন বিদ্যুতায়নের মাধ্যমে বিভিন্ন শ্রেনীর মো ২,৮৯,৪৩৬ জন গ্রাহককে সংযোগ প্রদান করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ৪২৫১ টি সেচ সংযোগ প্রদানের মাধ্যমে সমিতি এলাকাকে খাদ্য স্বয়ংসম্পূর্নতা অর্জনসহ অত্র এলাকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই সমিতি উন্নয়নমূলক সকল কাজে আপনাদের সার্বিক সহযোগীতা কামনা করছি।

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ “ঘরে ঘরে বিদ্যুৎ” কর্মসূচী বাস্তবায়নের জন্য ডিসেম্বর ২০১৫ থেকে উপজেলা ভিত্তিক শতভাগ এলাকা পর্যায়ক্রমে বিদ্যুতায়নের পরিকল্পনা গ্রাহন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ইতোমধ্যে রাজৈর ও মাদারীপুর সদর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়েছে। এছাড়া চলতি ২০১৯ নাগাদ মাদারীপুর জেলার সকল উপজেলার শতভাগ বিদ্যুতায়ন বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শতভাগ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় ৫১০৫ কি: মি: লাইনের মধ্যে ইতোমধ্যে ৪৮৩৮ কি:মি: লাইন নির্মিত হয়েছে এবং অবশিষ্ট ২৬৭ কি:মি: লাইন জুন’২০১৯ এর মধ্যে নির্মাণ সম্পন্ন করে মাদারীপুর জেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। পর্যায়ক্রমে সকলের জন্য বিদ্যুুৎ সুবিধা সৃষ্টির লক্ষ্যে সমিতির কর্মকর্তা/কর্মচারী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন প্রতিকূল অবস্থায় মোকাবেলা করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহযোগীতায় সমিতি তার কাংখিত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। এ সব ক্ষেত্রে মালিকের মমত্ব নিয়ে সমিতি ব্যবস্থাপনার সাথে একাত্ম হয়ে সমিতিকে লাভজনক পর্যায়ে উন্নীত করার জন্য আপনাদের আন্তরিক সহযোগীতা কামনা করছি।

বিদ্যুৎ বিলই সমিতির আয়ের একমাত্র উৎস, যার মাধ্যমে পিডিবি’র বিল পরিশোধ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঋণের কিস্তি ও সুদ পরিশোধ এবং সমিতি রক্ষণাবেক্ষনসহ যাবতীয় উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে। ব্যবহৃত বিদ্যুৎ বিল এবং তা পরিশোধের সর্বশেষ তারিখ জানিয়ে গ্রাহক সদস্যদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে পরিশোধের জন্য জানানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ বিল বকেয়ার