Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত যেকোন অভিযোগ জানাতে যেকোন সময় (২৪/৭) কল করুন "১৬৮৯৯"  নাম্বারে।

একটি বিশেষ ঘোষণাঃ সরকারি নির্বাহি আদেশ অনুযায়ী আগামি ১৭ ও ২৪ শে মে (শনিবার) ২০২৫ ইং তারিখ মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি  এর সকল কার্যক্রম চলমান থাকবে। এই দিন এ আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। যেসকল সম্মানিত গ্রাহকদের বিল পরিশোধের শেষ তারিখ ২৪/০৫/২০২৫, তারা ঐদিনেই বিদ্যুৎ বিল পরিশোধ করুন। অন্যথায় আপনাকে বিলম্ব ফি পরিশোধ করতে হবে।   

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


নতুন সংযোগ গ্রহন

 

  • নতুন সংযোগ গ্রহণের জন্য এই লিঙ্কে ক্লিক করে আবেদন ফরম পূরণ করুন। আবেদন ফরম পূরণের পর প্রিন্ট করে নির্ধারিত আবেদন ফিসহ সদরদপ্তর/জোনাল অফিসে জমা দিন।
  • পরবর্তীতে আপনাকে ডিমান্ড নোট ও প্রাক্কলন ইস্যু করা হবে। ডিমান্ড নোট অনুযায়ী সকল কার্য সম্পাদন ও নোটে উল্লেখিত টাকা গ্রহন করা হবে এবং যত দ্রুত সম্ভব সংযোগ প্রদোনের ব্যবস্থা গ্রহন করা হবে।
  • পরবর্তী মাসের রিডিং সাইকেল অনুযায়ী গ্রাহকের ১ম মাসের বিল জারী করা হবে। সদস্য সেবা বিভাগের ‘‘এক অবস্থানে সেবা’’ থেকে নতুন সংযোগ নিয়মাবলী ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী জানা যাবে ।

 

বিদ্যুৎ সংযোগ ও সেবাপ্রদানের ধাপ সমূহঃ-

(০১) আবেদন

(০২) সমীক্ষা ফি

(০৩) সমীক্ষা

(০৪) বৈদ্যুতিক প্ল্যান

(০৫) ষ্টেকিং ও অনুমোদন

(০৬) নির্মাণ মূল্য

(০৭) চুক্তিকরন

(০৮) লাইন নির্মাণ

(০৯) অভ্যন্তরীনওয়্যারিংকরণ

(১০) ওয়্যারিং পরিদর্শন

(১১) জামানত গ্রহন

(১২) সিএমওকরণ

(১৩) গ্রাহক সংযোগ

 

 

সমগ্র প্রক্রিয়া সম্পন্ন করার সম্ভাব্য সময় ২৮ দিন।